সকল মেনু

তুষ পদ্ধতিতে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদনে প্রশিক্ষণ

unnamed  গৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কারিগরি সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির আয়োজনে ৩ দিন ব্যাপী তুষ পদ্ধতিতে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির কান্দি সাব-অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা  ডাঃ সৌরেন্দ্রনাথ সাহা , ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির কৃষি বিষয়ক প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষনলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্থানীয় ভাবে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবে। সাথে সাথে তারা আর্থিক ভাবে লাভবান হবে। প্রশিক্ষনে  উপজেলার কান্দি, শুয়াগ্রাম ও আমতলী ইউনিয়নের ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top