সকল মেনু

সৈয়দপুরে দুই শতাধিক টেলিফোন গ্রাহকের ভোগান্তি

 btcl_sm_878356043মো. আমিরুজ্জামান, নীলফামারী  ২২ মে: নীলফামারীর সৈয়দপুরে রাস্তা সম্প্রসারণের জন্য খননের কাজ করার সময় বিটিসিএল-এর ভুগর্ভস্থ ক্যাবল কর্তনের ফলে ২ শতাধিক টেলিফোন বিকল হয়ে পড়েছে। এতে করে টেলিফোন গ্রাহকরা চরম বেকায়দায় পড়েছে। সৈয়দপুর –রংপুর মহাসড়কের নিয়ামতপুর শুঁটকি মোড় এলাকায় সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এসব এলাকায় বিটিসিএল’র ভুগর্ভস্থ ক্যাবল থাকায় মাটি খননকালে ক্যাবলগুলো কর্তনের ফলে সেখানকার টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। তারা প্রতিনিয়ত অফিসে অভিযোগ দিলেও ক্যাবলের সংযোগ পুণ:স্থাপন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। রাস্তা সম্প্রসারণ কাজ শুরুর আগে বিটিসিএল’র সাথে যোগাযোগ করে সম্প্রসারণ কাজ করলে এই পরিস্থিতির সৃষ্টি হত না বলে বিটিসিএল’র কর্মকর্তারা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top