সকল মেনু

আত্মবিশ্বাস থাকলে প্রভূদের দিকে তাকিয়ে থাকতে হয় না

mahbubঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ পথ হারিয়েছে, এই পথ খুঁজে পাওয়ার জন্য আমাদের নিজেদের ওপরে বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। তাহলেই বিদেশি প্রভূদের দিকে তাকিয়ে থাকতে হবে না।’

শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলঅমের ১১৬তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত এক প্রতিযোগিতা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজকের শিশুদের নজরুলের কবিতা ও প্রবন্ধগুলো পড়াতে হবে। তাহলেই তারা নজরুলের চিন্তা ও চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারবে। কারণ, আজকের শিশুদের সৃজনশীলতা ও সম্ভাবনা অনেক বেশি।’

মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। এ থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

আয়োজক সংগঠেনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top