সকল মেনু

মানুষের প্রতিপক্ষ ভিডিও গেম

Pixels1নিউজ ডেস্ক : গ্রীষ্মে মুক্তি পেতে যাচ্ছে সনি পিকচার্সের সায়েন্স ফিকশনধর্মী সিনেমা ‘পিক্সলস’। ১৭ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটির ট্রেলার এ পর্যন্ত ইউটিউবে ১ কোটির বেশিবার দেখা হয়েছে।
এ সিনেমায় দেখা যায় পৃথিবীতে আক্রমণ করা ভিনগ্রহের প্রাণীদের বিরুদ্ধে মানুষের লড়াই। পিক্সলসের বিশেষত্ব হল এটি অন্যসব এলিয়েন মুভির মতো নয়। এর চরিত্রটি নেওয়া হয়েছে ১৯৮০-এর দশকের আর্কেড গেম থেকে। অর্থাৎ বাস্তব জীবনের ভিডিও গেম থেকে আসা চরিত্রগুলোই মানুষের বিরুদ্ধে নামতে পারে।
এতে দেখা যাবে এলিয়েনরা ভুলভাবে গেমের চরিত্রগুলোকে চালিত করে, যার কারণে ছোট আকারের চরিত্রগুলো বড় হয়ে মানুষের বিরুদ্ধে নামে। ‘পিক্সলস’-এ অভিনয় করেছেন— এ্যাডাম স্যান্ডলার, জশ গাড ও পিটার ডিঙ্কলাজসহ অনেকে।
ক্রিস কলম্বাস পরিচালিত ‘পিক্সলস’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২৪ জুলাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top