সকল মেনু

নাট্য নিকেতনের বিন্দিয়া উৎসবের সফল সমাপ্তি

unnamed সিরাজগঞ্জ প্রতিনিধি: শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা এইশ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে ২দিন ব্যাপি বিন্ধিয়া উৎসব পালিত হলো। সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন নাট্য নিকেতনের আদিবাসীদের জীবন কাহিনী নিয়ে রচিত বিন্দিয়া নাটকের রজত জয়ন্তী প্রদর্শনী উপলক্ষে  ভাসানী মিলনায়তনে আয়োজিত ২ দিন ব্যাপি বিন্দয়া উৎসবের সফল সমাপ্তি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ন সাধারন সম্পাদক ও নাট্য নিকেতনের উপদেষ্টা সাংবাদিক হীরক গুন। সিরাজগঞ্জ পথ নাট্য পরিষদের আহবায়ক আশরাফুল ইসলাম জগলু চৌধুরী । বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাহাড়ে এবং সমতলে নানান গোষ্ঠীর আদিবাসী বসবাস করে। এদেশে আদিবাসীরা নানা ভাবে বঞ্চিত হচ্ছে,পাচ্ছে না তাদের ন্যায্য অধিকার। সমাজের একশ্রেণীর প্রভাবশালী মহল ভিন্ন ভিন্ন কায়দায় তাদের উপর নির্যাতন চালায় । নাট্যকর আহমেদ শরীফসেই ভাবনা থেকেই রচনা করেছেন বিন্দিয়া নাটক। নাটক টি নির্দেশনা দিয়েছে ইমরান মুরাদ ও দিলীপগৌর। বিন্দিয়া নাটকে আদিবাসীদের সংস্কৃতি এবং দুঃখবেদনার ছবি তুলে ধরা হয়েছে। বিন্দিয়া নাটক আর্ন্তজাতিক নাট্যোৎসব সহদেশের বিভিন্ন উৎসবে মঞ্চায়নের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনেও  প্রচারিত হয়েছে।  তীব্র গরম উপেক্ষা করে দর্শনের বিনিময়ে নাটকদেখতে দর্শক ছিলো প্রচুর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top