সকল মেনু

কোটালীপাড়ায় গণতন্ত্র,উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ও মেলা

 unnamedগৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এসডিসির সহযোগিতায় প্রিপ ট্রাস্টের অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে স্থানীয় সরকারের নির্বাচিত ও সম্ভাব্য নারী জনপ্রতিনিধিদের অংশগ্রহনে গণতন্ত্র,উন্নয়ন,রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক মতবিনিময় সভা এবং মেলা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগ্চী,সাংবাদিক মিজানুর রহমান বুলু,প্রিপ ট্রাস্টের রিজিওন্যাল ম্যানেজার শেখ ইকবাল হোসেন বক্তব্য রাখেন।  মতবিনিময় সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মেলায় স্টলগুলো ঘুরে দেখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top