সকল মেনু

যশোর বিজিবির পৌনে ৩ কোটি টাকার কাপড় ও শাড়ী উদ্ধার

unnamedযশোর প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে ২৬ বর্ডার গার্ড (বিজিবি)ব্যাটালিয়নের টহল দল লেঃ কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় পৌনে ৩ কোটি টাকা মূল্যের শার্ট, প্যান্ট, পাঞ্জাবী’র কাপড় ও শাড়ী উদ্ধার করেছে। লেঃ কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ১৮ মে রাত ১০টার দিকে কোতয়ালী মডেল থানাধীন নতুনহাট হতে ৬৩লাখ ৬০হাজার টাকা মূল্যের ৪২৪টি শার্ট থান, ১৩লাখ ২০হাজার টাকা মূল্যের ৪৪টি প্যান্ট থান, ৭লাখ ৮হাজার টাকা মূল্যের ৫৯০টি শার্ট পিস, ৬৪লাখ টাকা মূল্যের ১৫০টি সুটিং থান, লাখ ৬০হাজার টাকা মূল্যের ৪টি পাঞ্জাবী থান আটক করে। এছাড়া অপর একটি অভিযানে কেশবপুরে পাকা রাস্তার পার্শ্বে একটি পরিত্যক্ত আম বাগান হতে ১কোটি ৩৫লাখ ২৪হাজার টাকা মূল্যের ১৯৩২ পিস শাড়ী এবং যশোর শহরের করতোয়া করিয়ার সার্ভিস হতে ২৮লাখ ৮০হাজার টাকা মূল্যের ৪৮টি শার্ট থান আটক করা হয়। আটককৃত মালামালের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মালামাল যশোর শুল্কগুদামে জমা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top