সকল মেনু

বগি লাইনচ্যুত : ঢাকা-চট্টগ্রাম-সিলেটে রেল চলাচল বন্ধ

image_223462.train bogiনিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার পাঘাচং রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঘাচং রেলস্টেশনের মাস্টার মো. নূরনবী সাংবাদিকদের জানান, রাতে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন আখাউড়া জংশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশন এলাকা পার হওয়ার সময় বিকট শব্দে একটি বগির চারটি চাকা লাইনচ্যূত হয়। এতে করে আপ লাইনে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, বগিটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেনের জন্য খবর পাঠানো হয়েছে। রিলিফ ট্রেনটি রওয়ানা হয়েছে। তবে উদ্ধার করতে কত সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top