সকল মেনু

মোদির সফরে উঠবে সীমান্তে ৮৫৩ হত্যা প্রসঙ্গ

modi_sm12_530952768ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে প্রায় দেড় দশকে সীমান্তে ৮৫৩ বাংলাদেশি হত্যার খতিয়ান তুলে ধরবে বাংলাদেশ।
এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে হত্যাকাণ্ডগুলোর বিস্তারিত বিশ্লেষণের কাজ সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় মোদি সফরের এজেন্ডায় প্রধান সারিতেই রেখেছে এই সীমান্ত হত্যা প্রসঙ্গ।
তথ্য মতে, জানুয়ারি ২০০১ থেকে এপ্রিল ২০১৫ পর্যন্ত বিএসএফ এবং সাধারণ ভারতীয়দের হাতে ৮৫৩ বাংলাদেশি হত্যা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রীর আগামী ৬-৭ জুন বাংলাদেশ সফর করবেন এমনটি এখন চূড়ান্ত।
সফর নিয়ে সোমবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয়ে  বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানায় ওই বৈঠকেও বিষয়টি উঠে আসে।
পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ ‍আলীর সভাপতিত্বে এ বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক ‌উপদেষ্টা গওহর রিজভী ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র সচিবসহ প্রায় সকল মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মোদীর সফরে ‍বাংলাদেশের অন্যতম ফোকাস থাকবে তিস্তা চুক্তি প্রসঙ্গ। তবে সীমান্তে হত্যার বিষয়টিও এ সফরে তোলা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top