সকল মেনু

মেসির গোলে লা লিগার রাজা বার্সা

indexক্রীড়া ডেস্ক :  এবার আর ভুল করলেন না মেসি। শিরোপা হারালো না বার্সা। আগের বার যে অ্যাটলেটিকোর মাঠে শিরোপা হাতছাড়া হয়েছিল, এবার সেই মাঠেই মেসির একমাত্র গোলে শিরোপা ঘরে তুলল কাতালানরা।
এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই স্পেনের শীর্ষ লিগের ২৩তম শিরোপা নিশ্চিত করেছে লুইস এনরিকের শিষ্যরা।
অন্য ম্যাচে রোনালদোর হ্যাট্রিকে এসপানিওলকে ৪-১ গোলে হারালেও দ্বিতীয় হয়েই থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে।
এদিন প্রথমার্ধে বেশ আগ্রাসী ফুটবল খেলে অ্যাটলেটিকো। কিন্তু বার্সা গোলরক্ষকের জন্য কোনোভাবেই জালের ঠিকানা খুঁজে পায়নি তারা। বার্সাও লড়েছে টেক্কা দিয়ে। ৩০ মিনিটের পর দুইবার মেসি সহজ সুযোগ হাতছাড়া করেন।
গোলশূন্য অবস্থায়ই বিরতিতে যায় দুই দল। টানেল থেকে ফিরে ৬৬তম মিনিটে সব বাঁধা পেরিয়ে গোল করেন মেসি। রদ্রিগেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সের ভেতর থেকে ওবলাককে পরাস্ত করে বল জালে পাঠান আর্জেন্টিনার অধিনায়ক। লিগে এটি মেসির ৪১তম গোল।
পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে অ্যাটলেটিকো। কিন্তু অতিথিদের  রক্ষণ ভাঙা সম্ভব হয়নি তাদের।
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও মেসিদের ধরা দিবে দিবে করছে। আগামী ৬ জুন বার্লিনে জুভেন্টাসকে হারাতে পারলে আরেকবার চ্যাম্পিয়ন্স লিগের রাজা হবে মেসির বার্সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top