সকল মেনু

গোপালগঞ্জে জিসান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

unnamed গৌরাঙ্গ লাল দাস,গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ এস,এম, মডেল গভঃ হাই স্কুলের মেধাবী ছাত্র আশিক ইসলাম জিসান হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারিরা গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে। উল্লেখ্য, গত ১৩ মে রাতে জিসান ঢাকার ধানমন্ডি লেকের গোল চত্ত্বরে সন্ত্রাসীদের হামলার শিকার হয়।  গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সেখানে তার মৃত্যু হয়। জিসানের পিতা ঢাকার রেন্ট-এ-কার চালক আজাহার মুন্সি জানান, এসএসসি পরীক্ষার পর জিসান বেড়ানোর  উদ্দেশ্যে তার কাছে ঢাকায় আসে। তিনি আদাবর এলাকায় থাকেন। ঘটনার দিন বিকেলে সে (জিসান) ধানমন্ডি লেকের কাছে গোপালগঞ্জের এক বন্ধুর সাথে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে তার ছেলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে বলে তিনি খবর পান। গোপালগঞ্জ এস এম মডেল গভঃ হাই স্কুলের প্রধান শিক্ষক সুবল চন্দ্র মন্ডল বলেন, জিসান একজন মেধাবী ছাত্র। অত্যন্ত নম্র -ভদ্র একটি ছেলে। এসএসসি পরীক্ষায় তার ভাল ফলাফল করার কথা।। সন্ত্রাসী হামলায় জিসানের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তিনি হত্যাকারিদের গ্রেপ্তার ও বিচার দাবী করেন। গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়ার বাসিন্দা ও জিসানের ফুফু মঞ্জু বেগম বলেন, ছোট বেলায় জিসানের মায়ের মৃত্যুর পর থেকে সে তার কাছে থেকে লেখাপড়া করেছে। পরীক্ষার পর সে ঢাকায় বেড়াতে যায়। সেখানে তার পিতা ও সৎ মা থাকেন। তিনি যুগান্তর প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে আবেগে আপ্লূত হয়ে পড়েন এবং অঝরে কাঁদতে থাকেন। তিনি জিসানের হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন। জিসানের সৎ মা পারভীন বেগম জানান, সে কয়েকদিন ধরে বিকেলে বন্ধুদের সাথে দেখা করার কথাা বলে বাসা থেকে বের হতো এবং রাত ৭-৮ টার মধ্যে বানায় ফিরে আসতো। মাঝে মধ্যে তার বন্ধুরাও তাকে ফোন করত। ঘটনার দিন মাগরীবের নামাজ পড়ে সে বাসা থেকে বের হয়। রাতে খবর পাই সন্ত্রাসীরা তাকে মারপিট করেছে। তিনি আরও বলেন, জিসান একটি ভদ্র ছেলে। তার কোন শত্র“ থাকতে পারে বলে তিনি বিশ্বাস করেন না। তিনি তার ছেলের হত্যার বিচার চান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top