সকল মেনু

রংপুরের মাহিগঞ্জে হাফ প্যান্ট পরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

 indexরংপুর ব্যুরো: রংপুরের মাহিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির মালিক মাসুদ পারভেজ টিটু এবং তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালংকার, ল্যাপটপ, মোটর সাইকেলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।  মাসুদ পারভেজ টিটু জানান, মাহিগঞ্জ কবিপাড়া এলাকায় শুক্রবার রাত আনুমানিক ২ টার দিকে ২৫-৩০ জনের হাফপ্যান্ট পরা একদল ডাকাত বাড়ির কলাপসিবল গেট ভেঙ্গে দ্বিতীয় তলায় প্রবেশ করে। তারা প্রথমেই অস্ত্রের মুখে আমার হাত-পা ও চোখ বেধে ফেলে। এভাবে পরিবারের সবাইকে বেধে নগদ একলাখ টাকা, ১২ ভরি স্বর্ন, একটি মোটর সাইকেল, একটি ল্যাপটপ ও ট্যাব, কয়েকটি মোবাইল সেট এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হবে বলে টিটু জানান। তিনি জানান ডাকাতদের সবার পরনে হ্যাফ প্যান্ট এবং মুখোশপরা ছিল। সবার হাতেই ছিল দেশীয় অস্ত্র। প্রায় এক ঘন্টা ধরে চলে ডাকাতির ঘটনা। এরপর টাকা পয়সা ও অন্যান্য মালামাল নিয়ে ডাকাতরা চলে যায়। যাবার সময় হুমকি দিয়ে যায় পুলিশকে এ খবর জানালে তাকে হত্যা করা হবে। এধরনের জনবহুল আবাসিক এলাকায় ডাকাতির ঘটনায় এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এলাকাবাসি অভিযোগ করেন মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আজিজ মাহিগঞ্জ ফাঁড়িতে যোগদানের পর থেকেই চুরি, ছিনতাই, জুয়া খেলা, মাদক ব্যবসাসহ নানা ধরনের অসামাজিক  কার্যক্রম বেড়ে গেছে। এসব নানা অপকর্মকারিদের সাথে তার যোগসাজশ থাকা এবং তাদের কাছ থেকে নিয়মিত বখরা আদায়ের ফলেই অপকর্ম বেড়ে গেছে। এর মাসখানিক আগে মাহিগঞ্জ দেওয়ানটুলি এলাকায় ধান-চাল ব্যবসায়ী সফি উল্লাহ মিয়ার বাড়িতেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।  এব্যাপারে  মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আজিজ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, লোকবল কম থাকায় সবস্থানে রাতে টহল দেওয়া সম্ভব হয় না। এছাড়া ব্যবসায়ীর মাসুদ পারভেজ টিটুর বাড়িতে ডাকাতি নয় চুরির ঘটনা ঘটেছে। তিনি তা পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top