সকল মেনু

এতিমদের স্নেহ-ভালোবাসা দিয়ে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার

1427633254নিজস্ব প্রতিবেদক : এতিমরা আমাদেরই সন্তান, ওদের আদর-স্নেহ-ভালোবাসা দিয়ে গড়ে তুলতে হবে। যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে।
শুক্রবার  সকাল ১০টার দিকে রাজবাড়ীতে ‘মোনাক্কা-আলভী বালিকা এতিম খানা’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এ কথা বলেন।
জেলা সদরের ধুঞ্চি পদ্মা নদী ঘাটের পাড়ে কাজী পরিবারের মেয়ে কানাডা প্রবাসী রোমানা খন্দকারের উদ্যোগে মোনাক্কা-আলভী বালিকা এতিম খানা স্থাপন করা হয়েছে। এ এতিম খানার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলীর সভাপতিত্বে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ‘মোনাক্কা-আলভী বালিকা এতিম খানা’র উদ্যোক্তা কানাডা প্রবাসী রোমানা খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ফকির আব্দুর জব্বার, অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী, ওয়াকার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, কানাডা প্রবাসী রোমানা খন্দকারের স্বামী ডালিম খন্দকার, ছেলে তানভীর খন্দকার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top