সকল মেনু

সৈয়দপুরে সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজি

unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ১৪ মে: নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে সার্কাসের হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ মিলেছে। ফলে পথচারীসহ দোকানদার ও বিশেষ করে নারীরা বিব্রতকর অবস্থায় পড়ছেন। কিন্ত আইনশৃংখলা বাহিনী কোন পদক্ষেপ নিচ্ছেন না। রেলওয়ে শহর সৈয়দপুর রেলওয়ে বিশাল মাঠে আয়োজন করা হয়েছে মাসব্যাপী বৈশাখী মেলার। বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি কয়েকদিন আগে এই বৈশাখী মেলার উদ্বোধন করেন। বৈশাখী মেলাকে কেন্দ্র করে সার্কাস, পুতুল নাচ, র‌্যাফেল ড্রসহ নানা ধরণের খেলাধুলার আয়োজন থাকছে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত। দি রওশন সার্কাসের হাতি বিকেল থেকে প্রদর্শনী বরা হলেও প্রতিদিন সকালে এই হাতি দিয়ে মাহুত চাঁদাবাজি করছেন। পথচারী, দোকানদারের কাছ থেকে ১০ থেকে ১শ’ টাকা পর্যন্ত আদায় করছেন। ওই পথে কোন নারীকে পেলে বিব্রতকর অবস্থায় ফেলে তাদের কাছ থেকেও আদায় করা হচ্ছে টাকা। সচেতনমহল মনে করেন এটি নৈতিক কাজ নয়। এই অবস্থা থেকে পরিত্রানের জন্য লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top