সকল মেনু

শাহজালালে বিদেশী মুদ্রা ও স্বর্ণসহ আটক ২

1409013235._8248নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ঘটনায় স্বর্ণ ও বিদেশী মুদ্রাসহ দুজনকে আটক করেছে কাস্টমস। বুধবার গভীর রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কাজী লিটন ও হুমায়ুন কবির।

কাস্টমস হাউজের সহকারী কমিশনার আল-আমিন জানান, আটক হুমায়ুন মালয়েশিয়া থেকে এমএইচ-১৯৬ ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছে। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করে জুতার ভেতর লুকানো অবস্থায় এক কেজি ৮৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

অপর ঘটনায় আটক লিটনকে তল্লাশি করে ৯০ হাজার সৌদি রিয়াল ও এক হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১৯ লাখ ৪৫ হাজার টাকা।

কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার সোহেল রহমান জানান, আটক লিটন বাংলাদেশ বিমানের ০৮৬ নম্বর ফ্লাইটে করে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top