সকল মেনু

কুড়িগ্রামের সীমান্তে বিজিবির মাদকদ্রব্য আটক

unnamed ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দইখাওয়ারচর সীমান্ত এলাকা থেকে ৬১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করেছে দইখাওয়ারচর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। যার মূল্য ৯১ হাজার ৫০০ টাকা। এছাড়াও উলিপুর উপজেলার কালির আলগারচর সীমান্ত এলাকা থেকে ৪৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করে বিজিবি। যার মূল্য ৬৬ হাজার টাকা। দইখাওয়ারচর বিওপির নায়েব সুবেদার মোঃ ফকির রোকন উদ্দীন এর নেতৃত্বে বিশেষ টহল দল বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য আটক করে। অপরদিকে ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল বিওপির বিজিবির নায়েক মোঃ আকরাম আলীর নেতৃত্বে মাদক পাচার প্রতিরোধ বুধবার ভোররাতে অভিযান চালিয়ে কৃষ্ণ নন্দন বকশি নামক এলাকা থেকে ১৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করে। যার মূল্য ২৫ হাজার ৫শ টাকা। ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রাম এর পরিচালক মোঃ জাকির হোসেন জানান, জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুড়িগ্রামে জমা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top