সকল মেনু

ইয়েমেন যুদ্ধে ৬ দিনে ১৮২ নাগরিক নিহত

182-Civilians-Killed-in-6-Dডেস্ক রিপোর্ট  : ইয়েমেনে চলমান যুদ্ধে মাত্র ৬ দিনে ১৮২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
চলতি মাসের ৪ থেকে ১০ তারিখের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার (ওএইচসিএইচআর) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

খবরে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর রাত ৪টা) ৫ দিনের অস্ত্রবিরতি কার্যকর হতে যাচ্ছে ইয়েমেনে। এরই মধ্যে জাতিসংঘ এমন বিবৃতি দিল।

ওএইচসিএইচআর জানিয়েছে, ৬ দিনে নিহতদের মধ্যে ৫১ শিশু ও ৪১ নারী রয়েছেন।

চলতি বছরের ২৬ মার্চ ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব।

ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top