সকল মেনু

কোটালীপাড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকম্পের ওরিয়েন্টশন

unnamedগৌরাঙ্গ লাল দাস,গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপি ও বিভিন্ন বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকম্পে করনীয় শীর্ষক ওরিয়েন্টেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কান্দি উচ্চ বিদ্যালয়সহ ৭ টি বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশনের বিদ্যালয় ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ওয়াশ কার্যক্রমের আওয়াতায় ভূমিকম্প চলাকালে ও পরবর্তী সময়ে করনীয় সম্পর্কে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন সমাপনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার আলবার্ট সরকার বলেন, মাত্র কয়েক মিনিটের ভূমিকম্প মানুষের জীবনের সবকিছু কেড়ে নিতে পারে। এমনকি অসংখ্য মানুষের প্রানসহ জীব-জন্তুর প্রান পর্যন্ত। তাই এ দুর্যোগ মোকাবেলায় উপজেলার ৭টি উচ্চ বিদ্যালয় ও ৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রতি বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পূর্বে অতিরিক্ত ৩০ মিনিট ছাত্র-ছাত্রীদের মাঝে ভূমিকম্পে প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে করনীয় সম্পর্কে পাঠদান করবেন। এই পাঠদান ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির কারিগরী সহযোগিতায় আগামী জুন মাস পর্যন্ত চলমান থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top