সকল মেনু

নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা দিলো এফবিসিসিআই

Khokon20150511140755নিজস্ব প্রতিবেক : নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা দিলো এফবিসিসিআইঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা দিলো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই)।সোমবার রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে ঢাকা উওর ও দক্ষিণ সিটি  কর্পোরেশনের  নবনির্বাচিত মেয়র আনিসুল হক এবং সাঈদ খোকনকে  এ সংবর্ধনা  দেওয়া হয়।এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন নতুন দুই মেয়রের কাছে দাবি জানিয়ে বলেন, রাজধানীর ফুটপাত থেকে হকার মুক্ত করতে হবে। একই সঙ্গে হকাদের জন্য হলিডে মার্কেটসহ তাদের পুর্নবাসন করতে হবে। যানজট নিরসনের পাশাপাশি নর্দমা পরিস্কারসহ মশা মুক্ত ঢাকা চাই।তিনি বলেন, নির্বাচিত মেয়ররা তাদের ইস্তেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা যদি বাস্তবায়ন করেন তাহলে নগরবাসীর জীবনের সমস্যা থাকবে না।বাংলাদেশ উইমেনস চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ বলেন, চাঁদাবাজি বন্ধ করতে হবে। পুলিশ ও সন্ত্রাসের নির্যাতন বন্ধ করতে হবে।ব্যবসায়ীদের জন্য একটি হেল্প ডেক্স চালু করতে হবে। যেন ব্যবসায়ীরা কোনো সমস্যায় পরলে ফোন করে সাহায্য নিতে পারে। একই সঙ্গে ট্রেড লাইসেন্স ফি কমানোর দাবি জানিয়ে তিনি বলেন, আগের ৫০০ টাকার ফি এখন পাঁচ হাজার টাকা করা হয়েছে। যা সম্পূর্ণ অযোক্তিক।এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন, এফবিসিসিআইয়ের পরিচালক এম এ মোমেম ও আবু আলম চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top