সকল মেনু

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রোনালদো

ronaldo-donate-thereport24নিউজ ডেস্ক : সম্প্রতি নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৭ মিলিয়ন ইউরোর আর্থিক অনুদান দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক।
ফ্রান্সের ম্যাগাজিন ‘সো ফুট’ রোনালদোর আর্থিক অনুদানের বিষয়ে জানিয়েছে, নেপালে ভূমিকম্পে আক্রান্তদের সাহায্যে ফরোয়ার্ড রোনালদো ৭ মিলিয়ন ইউরো অনুদান দিয়েছেন এনজিও ‘সেভ দ্য চিল্ড্রেন’কে। ২০১৩ সাল থেকে ‘সেভ দ্য চিল্ড্রেন’-এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন রোনালদো।
এর আগেও শিশুদের সহায়তায় আর্থিক অনুদান দিয়েছেন রোনালদো। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনী শিশুদেরও আর্থিক অনুদান দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top