সকল মেনু

সৈয়দপুুরে অগ্নিকান্ডে ৯টি পরিবারের ৩০টি ঘর পুড়ে ছাই

unnamed
মো. আমিরুজ্জামান, নীলফামারী  ০৮ মে: নীলফামারীর সৈয়দপুরের পল্লীতে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। গত শুক্রবার গভীর রাতে (৮ মে) উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ঠনঠনিপাড়ায় এ অগ্নিকান্ডের  ঘটনা ঘটে। আগুনে নয় পরিবারের ৩০টি পাঁকা-আধাপাকা  টিন ও খড়ের ঘর, নগদ অর্থ,স্বর্ণালংকার,ধান-চাল,গরু-ছাগল,হাঁস-মুরগীসহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। গভীর রাতে এ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পড়ণের কাপড়- চোপড় ছাড়া কোন কিছুই বাঁচাতে পারেননি। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। বর্তমানে ক্ষতিগস্ত’ পরিবারগুলো খোলা আকাশের নিচে দিনযাপন করছেন।
গ্রামবাসী  সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে ওই গ্রামের বাসিন্দা রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবার-পরিজন নিয়ে নিজ নিজ বাড়িতে যথারীতি ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সোয়া ২টার দিকে গ্রামের জিকরুল হকের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে  তা  মুহূর্তের মধ্যে আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় জিকরুল হকসহ তাঁর আশপাশের পাশের ওমেদ আলী, ওয়াহেদ আলী, মো.  আজিজুল হক, মহিউদ্দিন, মেহেদী হাসান, আলহাজ্ব আব্দুল গফুর, মো. সুজা, ও রেজাউল ইসলামের প্রায় ৩০টি পাঁকা-আধাপাকা টিন ও খড়ের ঘর  নিমিষেই পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনে ওই পরিবারগুলোর ঘরে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা, মূল্যবান আসবাবপত্র,স্বর্ণালংকার,কাপড় চোপড়,সেচ পাম্প,শ্যালো মেশিন, সেচপাম্পের অ্যালুমিনিয়াম দামি তাঁর, ৪টি গরু ও কয়েকটি ছাগল,ধান-চাল,সর্বস্ব ভস্মীভুত হয়েছে।
গভীর রাতে আকস্মিক এ আগুনের ঘটনা টের পেয়ে বাড়ির ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা মানুষ কোন রকমে বের হয়ে জীবন রক্ষা করেন।  ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের চোখের সামনে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় আতঙ্কিত মানুষ দ্বিগদ্বিক ছুঁটাছুটি  করতে থাকেন। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থ’লে ছুঁটে গিয়ে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স লিডার মো. মিজানুর রহমান বেগ জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা  যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top