সকল মেনু

বেনাপোলে বিরল প্রজাতির ৩৬১টি কচ্ছপ আটক করেছে বিজিবি

unnamed যশোর প্রতিনিধি: আজ মঙ্গলবার দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্তের চরেরমাঠ এলাকায় ভারত থেকে অবৈধ পথে আনার সময় বিরল প্রজাতির ৩৬১ টি কচ্ছপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কচ্ছপগুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শফি উদ্দিন। সুবেদার শফি বলেন, একদল চোরাকারবারি ভারত থেকে কচ্ছপের একটি চালান নিয়ে পুটখালী সীমান্ত পার হয়েছে এ ধরনের সংবাদ পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ওই চালানটি আটক করে।বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভিতর ৩৬১টি কচ্ছপ পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা বলে বিজিবি ওই কর্মকর্তা জানান। কচ্ছপগুলি পরে বনবিভাগের কর্মকর্তাদের কাছে দেওয়া হবে বলে  জানান শফি উদ্দিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top