সকল মেনু

জলঢাকায় ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড তালুক গোলনা গ্রাম

unnamedমো. আমিরুজ্জামান, নীলফামারী  ০৪ মে: মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েগেছে গোটা নীলফামারীর জলঢাকার তালুক গোলনা গ্রামটি। নিমিশেই সহস্রাধিক ঘড়বাড়ী, ছোট-বড় গাছপালা বোরো তে মাটিতে মিশে যায়। ঘর ও গাছ চাপা পড়ে শতাধিক মানুষ আহত হয়েছেন এ ঝড়ে। রবিবার রাত তখন সাড়ে দশটা। বাতাসের সাথে প্রচন্ড শো শো শব্দ নিয়ে ঘন কালো মেঘ যেন আছড়ে পড়ে জলঢাকা উপজেলার ওই তালুক গোলনা গ্রামে। চোখের পলকেই ভয়ঙ্কর রুপ নিয়ে দুমড়েমুছরে ফেলে গোটা গ্রাম। গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লেদা ও স্কুল শিক্ষক আবু তালেব জানান, ঘুমের ঘোরে থাকা গ্রামবাসী কোন কিছু বুঝে ওঠার আগেই লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। আধাপাকা ঘর থেথে শুরু করে গোটা গ্রামের প্রায় ৯০ ভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ঝড়ে। শত শত গাছ উপড়ে পড়েছে। এসময় ঘর ও গাছ চাপা পরে শতাধিক গ্রামবাসী আহত হয়েছেন। গুর”ত্বর অবস্থায় আয়শা বেগম, বেবী, নাজমূল হোসেন, শামিম ও হাফিজুল ইসলামসহ ৩০ জনকে জলঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড়ে পাকা বোরো ধান, ভুট্টা, মরিচ, পাট তেসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাটিতে মিশে গেছে বোরো আর ভুট্টা ক্ষেত। এ ব্যাপারে দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমান ঝড়ে য়তির বিষয়টি উপর মহলে জানানো হয়েছে বলে জানান। ওই ঝড়ে পাশের গ্রাম চেকামারী ও রশিদপুরেরও বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বরে জানান, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top