সকল মেনু

বিপর্যয় ঠেকাতে বিমান বিক্রি করছে মালয়েশিয়ান এয়ারলাইন্স

malaysia-airlines20150502141712আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ান এয়ারলাইন্সে গত বছর বড় দুটি দুর্ঘটনার ফলে সৃষ্ট বিপর্যয় এখন কাটিয়ে উঠতে পারেনি দেশটির বিমান সংস্থা। বিপর্যয় কাটাতে গত বছরের শেষের দিকে ছয় হাজার কর্মীকে ছাঁটাই করে দেশটির বিমান কর্তৃপক্ষ। তবে তাতেও বিপর্যয় সামলে উঠতে পারেনি দেশটি। তাই এবার বিপর্যয় কাটাতে বিমান বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। খবর ডেইলি নিউজ।

খবরে বলা হয়, নতুন ছয়টি এয়ারবাস ও চারটি বোয়িং জেট বিমান বিক্রয় করবে দেশটি। বিমানগুলো গত বছর কেনা হলেও বিপর্যয়ের কারণে তা আর ব্যবহার করা হয় নি। এছাড়া দেশটির বিমান বহর থেকে মালবাহী বিমান সার্ভিস অপসারণের চিন্তাও করছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে লে-অফ ঘোষণা করে বিমানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২০ হাজার কর্মীকে ছাটায় করা হয়েছে। এর ফলে প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন ডলার ক্ষতিপুরণ গুনতে হয়েছে দেশটিকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top