সকল মেনু

যশোরে দুই ভাইয়ের সংঘর্ষে বড় ভাইয়ের মৃত্যু: ছোট ভাই আটক

unnamed যশোর প্রতিনিধি: যৌথ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের স্ত্রীদের বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ছোট ভাইকে আটক করেছেন। যশোর সদর উপজেলার গোপালপুর গ্রামে শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যৌথ পুকুরে মাছধরাকে কেন্দ্র করে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে প্রথমে বিরোধ বাঁধে। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারিতে আহত হয়ে দুই ভাইকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই ফেরদৌস (৪০) আজ ভোর রাতে মারা যান। এরপরই হাসপাতাল থেকে ছোট ভাই আবু দাউদকে (৩৫) চিকিৎসাধীন অবস্থায়  আটক করে পুলিশ। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার আককাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, ঘটনায় অভিযুক্ত আবু দাউদ সাংবাদিকদের জানিয়েছেন, পুকুরটির মালিক তারা পাঁচ ভাই। বড় ভাই ফেরদৌস নেট দিয়ে তার অংশ ঘিরে দিয়েছিলেন। ভূমিকম্পের দিন পানির চাপে নেট সরে যায়। পরে নেট আবার বসানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ফেরদৌস তাকে চড় মারলে তিনি একটি ঘুষি দেন। এরপরই মারামারিতে জড়িয়ে পড়েন দু’ভাই। নিহতের ঘটনায় বড় ভাই ফেরদৌসের স্ত্রী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top