সকল মেনু

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত-৪০

songorso_4  গৌরাঙ্গ লাল দাস,গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। এ সময় ওই সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। গুরুতর আহত ৩১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু নাঈম জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী  রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ভোলা থেকে ফকিরহাটগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিক ও বাসযাত্রীসহ অন্তত ৪০ জন আহত হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় প্রায় ২ ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। তিনি আরো জানান, ট্রাকটি বাগেরহাটের ফকিরহাটে চিংড়ি মাছের রেণু পোনা আনতে যাচ্ছিল। গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার তপন মজুমদার জানান,  আহতদের মধ্যে গুরুতর আহত ৩১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আশংকজনক অবস্থায় এক জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top