সকল মেনু

টাকার পেছনে না ছুটে সততা অর্জন করতে হবে: প্রধান বিচারপতি

Lawyer-Oathঢাকা: টাকার পেছনে না ছুটে আগে নিজের পেশায় দক্ষতা অর্জন করতে নবীন আইনজীবীদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, প্রথমেই টাকা উপার্জন করতে চাইলে পেশায় দক্ষতা ও সততা অর্জন হবেনা।

নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। তিনি বলেন, আইনজীবীরা একাধারে সমাজে নেতা, দার্শনিকের ভূমিকা পালন করে। তাদেরকে হতে হয় সবচেয়ে গ্রহণযোগ্য ও বিশ্বস্ত।

তোতাপাখির মতো কোনোকিছু মুখস্ত না করে বরং প্রয়োজনে আধঘন্টা সময় ধরে পড়ে মামলার বিষয়বস্তু আত্মস্থ করতে আইনজীবীদের আহ্বান করেন এসকে সিনহা। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের বিভিন্ন রায় আরো দ্রুত প্রকাশ করতে আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top