সকল মেনু

সুন্দরীদের ফ্যাশন যখন সানগ্লাস!

fiture_64314ঢাকা: দিনের বেলায় বাড়ি থেকে ফিটফাট হয়ে বেরোচ্ছেন কিন্তু সঙ্গে সানগ্লাস নেই, সেটা আবার হয় নাকি? কারণ সানগ্লাস ছাড়া দিনের সাজটাই তো ইনকমপ্লিট৷শীত হোক কিংবা গ্রীষ্ম, সানগ্লাস সবসময় ফ্যাশন ইন৷ তবে এটি এমনই একটি ফ্যাশন অনুষঙ্গ, যা আপনার লুকে স্টাইলিশ আমেজ আনার পাশাপাশি চোখজোড়াকে রোদ এবং ধূলোবালির কবল থেকে রক্ষা করে।

তবে মুখের গড়ন ও গায়ের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সানগ্লাসের রঙ ও আকৃতি বাছা উচিত৷ বাজার ঘুরে পাওয়া গেল এরকমই কিছু টেন্ড্রি রোদচশমার খোঁজ। মুখের আকৃতি অনুযায়ী কি রকম সানগ্লাস মানাবে তার জন্য রইল বেশ কয়েকটা টিপস৷

১. ইদানীং এভিয়েটর এবং ক্লাবমাস্টার ফ্রেমের সানগ্লাস ছেলে-মেয়ে সবাইকে খুব পরতে দেখা যাচ্ছে। এছাড়াও এখন গোলাকার ফ্রেমের রোদচশমা পরারও চল হয়েছে। এগুলোকে অনেকে বলছেন হ্যারি পটার ফ্রেম। অনেক তরুণী বেছে নিচ্ছেন প্রিন্টেট ও রংচঙে ফ্রেমের নানা রকম রোদচশমা। আন্তর্জাতিক ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে ক্যাটস আই এবং বাটারফ্লাই ফ্রেমের রোদচশমাও চোখে দিচ্ছেন অনেকে। একটু বড় ফ্রেমের ট্রেন্ড চলছে। তবে চলতি ধারা অনুসরণ করতে গিয়ে বেমানান কোনো ফ্রেম বেছে নিলে চলবে না। কারন আপনাকে দেখতে হবে আপনাপ মুখে কোনটা মানাচ্ছে৷ এখন যেসব ফাঙ্কি ধরনের রোদচশমা চলছে, তা পাশ্চাত্য ধাঁচের পোশাকের সঙ্গেই মানানসই৷

২. গোলগাল মুখে গোলাকৃতির ফ্রেম না পরে বরং ব্যবহার করা যেতে পারে ক্যাটস আই কিংবা এভিয়েটর ফ্রেমের চশমা। মুখ ডিম্বাকৃতি বা পানপাতার আকৃতির হলে মানিয়ে যাবে গোল ফ্রেমের রোদচশমায়। তবে কোন ফ্রেম মানাবে, সেই প্রশ্নে যেমন মুখের গড়নটা গুরুত্বপূর্ণ, তেমনি চুলের স্টাইলের ওপরেও এটা অনেকটা নিভর্রশীল।

৩. গ্লাসে এখন চড়া রংগুলো খুব ট্রেন্ডি। সবুজ, নীল, কমলার মতো গাঢ় রং এখন রোদচশমার গ্লাসে নজরে পড়ছে। দেখা যাচ্ছে কয়েক শেডের ব্যবহারও।

৪. হাফ রিমলেস বা ক্লাব মাস্টার ফ্রেম আনুষ্ঠানিক বা ঘরোয়া, দুই ধরনের লুকেই মানিয়ে যায়। তবে এভিয়েটর ফ্রেম ছেলেদের আনুষ্ঠানিক পোশাকের সঙ্গেই বেশি মানানসই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top