সকল মেনু

দুর্গাপুরে খানাখন্দ-চলাচলে অনুপযোগী

 unnamedবিজন কৃষ্ণ রায়। দুর্গাপুর(নেত্রকোনা): জেলার দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি হতে উপজেলা পরিষদ এর রাস্তায় বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরেগেছে এবং পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী নওশাদ আলম জানান, খানাখন্দে ভরা রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের তাই আমরা উক্ত রাস্তার অর্থ বরাদ্দ দিতে পারি না, তবে চলাচলের উপযোগির জন্য ২/১ দিনের মধ্যে কিছু ডাস্ট ফেলিয়ে চলাচলের উপযোগি করে দেব। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদ খাঁন এর নিকট জানতে চাইলে তিনি বলেন সোমেশ্বরী নদীর উপর ব্রীজের এপ্রোচ সহ টুকিটাকি কাজের দরপত্র আগামী ২০ মে দেওয়া হয়েছে, তবে কাচারী মাদ্রাসার সামনে ও সাবেক এমপি মরহুম জালাল উদ্দিন তালুকদার সাহেবের বাড়ীর সন্মুখের রাস্তার বিশাল গর্তে  পানি সরিয়ে রাস্তাটির অস্থায়ী ভিত্তিতে চলাচলের উপযোগী করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য এই গুরুত্বপূর্ন রাস্তা দিয়ে প্রত্যেকদিন ও রাত্র সর্বদাই সোমেশ্বরী নদীর বালু নেওয়ার জন্য ৫ শতাধিক ট্রাক চলাচল করে, জনমনে প্রশ্ন অস্থায়ী ভিত্তিতে রাস্তাটি ঠিক করালে কতদিন স্থায়ী থাকবে। তাই এলাকাবাসীর দাবী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি যাহাতে এই রাস্তাটির উপর থাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top