সকল মেনু

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্র খুন

unnamed যশোর প্রতিনিধি: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী শাহীন (২০) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক  করেছেন। নিহত শাহিন হোসেন সদর উপজেলার নুরপুর গ্রামের মিরন হোসেনের ছেলে ও যশোর ঝুমঝুমপুরস্থ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল। মঙ্গলবার রাতে সদর উপজেলার নূরপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়। দ্রুত তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে আজ বুধবার ভোরের দিকে তার মৃত্যু হয়। দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার রাত ৮টার দিকে শহরতলীর খয়েরতলা বাজারের নিজের কম্পিউটারের দোকান থেকে তার এক বন্ধু ডেকে নিয়ে যায় নূরপুর নতুন কবরস্থানের কাছে। সেখানে মঈন, সবুজ, জলিল ও মনিরুলসহ কয়েকজন মিলে শাহীনকে কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে রাতেই যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয়। নিহতের বাবা মিরন বিশ্বাস জানান, বাড়ির সীমানা প্রাচীর নিয়ে প্রতিবেশি কাউয়ুম আলীর সঙ্গে তার বিরোধ ছিল। সে বিরোধের জের ধরে তার ছেলেকে খুন করা হয়েছে।যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার আক্কাছ আলী জানান, শাহীন হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মঈন ও আশরাফুল ইসলাম নামের দুই যুবককে আটক করা হয়েছে। তবে পুলিশ হত্যাকান্ডের প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছে বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top