সকল মেনু

দুর্গাপুরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি সাত মাসেও মেরামত হয়নি

 unnamedবিজন কৃষ্ণ রায়,দুর্গাপুর,নেএকোনা: নেএকোনা জেলার দুর্গাপুর সভার শিবগঞ্জ বাজারে নবনির্মিত বেড়িবাঁধ টি হুমকির মুখে পড়েছে। গত ২০১০ সালের ১ ফেব্রুয়ারী নেএকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহি সোমেশ্বরী নদীর ভাঙ্গন থেকে শিবগঞ্জ বাজার সংরক্ষনের জন্য বেড়িবাঁধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিগত ২৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে ভয়াবহ বন্যায় নবনির্মিত বেড়িবাঁধের এক অংশ ভেঙ্গে গিয়ে বন্যার পানি ঢুকে  এলাকার ঘর বাড়ি, গৃহপালিত পশু ও ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়। এলাকাবাসী জানান, বন্যার পর থেকে এই এলাকায় বেড়িবাঁধের কোন প্রকার খোজ খবর নিতে প্রশাসন সহ কোন লোকজন আসেনি। তারা আরো জানান, স্থানীয় পৌর কাউন্সিলর এর নিকট ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ভাঙ্গা অংশের উন্নয়নের জন্য আবেদনও জানান।  পৌর কাউন্সিলর মোঃ সাচ্চু পেয়াদা এর সাথে কথা বলে জানা যায়, তিনি আবেদন নিয়ে বারবার পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছেন তবে তারা এলাকায় এসে স্বচক্ষে দেখবেন বলে কাটিয়ে দিয়েছেন প্রায় সাত মাস। এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ কেউ পরিদর্শন করতে আসেনি। এ বিষয়ে পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন এর সাথে কথা বলে জানা যায়, বন্যার পর দিয়েই পৌরসভার উদ্দ্যোগে  বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের পাশ দিয়ে ছোট গাড়ি ও মানুষ চলাচলের জন্য একটি রাস্তা তৈরি করে দেয়া হয় এবং বেড়িবাঁধ উন্নয়নের জন্য পানি উন্য়ন বোর্ডের কাছে আবেদনও জমা দেয়া হয়। তিনি আরো বলেন, দ্রুত যদি এই বেড়িবাঁধের ভাঙ্গা অংশ মেরামত না করা যায় তবে আবার বন্যার সময় বেড়িবাঁধের অনেকটা অংশ ভেঙ্গে গিয়ে এলাকার ফসলি জমিসহ গবাদিপশু ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top