সকল মেনু

সন্ত্রাসী ও দুস্কৃতিকারীদের দমন করতে হবে … ড. মিজানুর রহমান

unnamed যশোর প্রতিনিধি: আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনকে সাহসী ভূমিকা পালন করতে হবে। বৃহত্তর জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষার স্বার্থে তাদেরকে সন্ত্রাসী ও দুস্কৃতিকারীদের দমন করতে হবে। তবে মানবাধিকার লঙ্ঘন হয় এমন কাউকেই কিছু করা ঠিক হবেনা। আজ সোমবার দুপুরে যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাইটস যশোর আয়োজিত ‘শিশুর প্রতি সহিংসতা নিরসন’ শীর্ষক অবহিতকরন ও প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান কথা বলেন। তিনি আরো বলেন, শিশুদের রাজনৈতিক কর্মকান্ডে ব্যবহার শিশু অধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তাই শিশুদেরকে যারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদেরকে আইনের আওতায় আনা পুলিশ প্রশাসনের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে তারা আন্তরিক হবেন বলে প্রত্যাশা করেন ড. মিজানুর রহমান। মঙ্গলবারের সিটি কর্পোরেশন নির্বাচনও শান্তিপূর্ণ পরিবেশে হবে বলে প্রত্যাশা করে ড. মিজানুর রহমান বলেন, নাগরিকরা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।  তিনি আরো বলেন শিশুদের রাজনৈতিক কর্মকান্ডে ব্যবহার শিশু অধিকার সুস্পষ্ট লংঘন। শিশুদেরকে যারা এ ভাবে ব্যবহার করে তাদেরকে আইনের আওয়তায় আনতে হবে। জাতীয় মানবাধিকার চেয়ারম্যান শিশুদের উদ্দেশ্যে বলেন, মানুষ তার স্বপ্নের মতো বড় হতে পারে তাই স্বপ্ন দেখতে শেখো। তবে শৈশব হারিয়ে গেলে শিশু আর শিশু থাকেনা। তাই শিশুদের অধিকার বাস্তবায়নে সকলকে সচেতন হওয়ার আহবায়ন জানান তিনি। এ সময় তিনি বলেন, জোটবদ্ধ হয়ে প্রতিরোধ করতে পারলেই সহিংসতা নিরসন সম্ভব, এ ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশেরœ জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে ভোট দিতে না আসার মতো কোন কারন দেখিনা।’ তিনি মনে করেন, উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে যাবেন।’  রাইটস যশোর আয়োজিত এ অনুষ্ঠানে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন মানবাধিকার সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার শাহ মোহাম্মদ মাজাহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন, যশোর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও শংকরপুর শান্তি শৃঙ্খলা কমিটির সভাপতি হারুন-অর-রশিদ, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন, বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল নাহান মুনমুন ও নয়ন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সরোয়ার হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top