সকল মেনু

কুড়িগ্রামে মৎস্যজীবিদের মানব বন্ধন

unnamed ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা সদরের পাঁচগাছী ছড়া প্রকৃত মৎস্যজীবিদের মাঝে ১০ বছরের জন্য বরাদ্দ থাকার পরেও নতুন করে টেন্ডার আহবান করার প্রতিবাদে হাজার হাজার মৎস্যজীবি মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পাঁচগাছী ছড়াটি গত ২০০৬ সালে মৎস্যজীবি দলকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ বছররের লিজ দেয়া হয়। এই লিজ অনুয়ায়ী মৎস্যজীবিরা মৎস্য চাষের পাশাপাশি সরকারী চালানের মাধ্যমে যথারিতি বিভিন্ন কিস্তিতে সরকারী অর্থ জমাদিয়ে আসছে। এ মেয়াদ আগামী ২০১৬সাল পর্যন্ত অব্যহত থাকার কথা। অথচ আকর্ষিক ভাবে জেলা প্রশাসন নতুন করে টেন্ডার আহবান করায় মৎস্যজীবিরা বিক্ষোভে ফেটে পড়ে। আজ সোমবার সকালে কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে মৎস্যজীবিরা একত্রিত হয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় মৎস্যজীবি সমিতির সভাপতি মন্টু রাম দাস, সম্পাদক ঠাকুর দাস ও রাজেন চন্দ্র দাস বক্তব্য রাখেন। বক্তারা বলেন, চুক্তি অনুয়ায়ী আমরা আগামী ২০১৬ সাল পর্যন্ত এ ছড়ার বন্দবস্ত পেয়েছি। অথচ জেলা প্রশাসন কোন আইনে এ ধরনের টেন্ডার আহবান করল আমরা তা বুঝতে পারছি না। অবিলম্বে এ টেন্ডার বাতিল না করা হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। পরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি পেশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top