সকল মেনু

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারো ভূমিকম্প

indexনিজস্ব প্রতিনিধি :  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আবারো ভূমিকম্প হয়েছে।রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও ও গাজীপুর প্রতিনিধি জানান, ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় পুকুরের পানিতে ঢেউ খেলে যায়।

আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ থেকে ৪১৩ কিলোমিটার উত্তরে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে শিলিগুড়ি এলাকায় ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩ রিখটার স্কেল।

এদিকে ভারতের পাটনা, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

এর আগে শনিবার দুপুরে সারাদেশে দুই দফায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী ওই ভূমিকম্পের সময় আতঙ্কে মানুষ বাড়িঘর, অফিস-আদালত, স্কুল-কলেজ ছেড়ে রাস্তায় নেমে আসেন। রিখটার স্কেলে ৭.৯ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের বারপাক অঞ্চলে। ওই ভূমিকম্পের ফলে নেপালে এ পর্যন্ত ৩৭০০ মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top