সকল মেনু

চারের মারে সেরা বাংলাদেশ

Tamim-Iqbal12-lg20150427110958স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালটাকে এখন অবধি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা বছর বলে রায় দিয়ে দেয়া যায়। ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে জয়-সব কিছুই এবার বাংলাদেশের পক্ষে। আর একটা পরিসংখ্যানে বাংলাদেশ ছাড়িয়ে গেছে বিশ্বের সব দলগুলোকেই।

বছরে গড়ে প্রতি ম্যাচে বাংলাদেশ চার মেরেছে ২৭টি। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চেয়েও বাংলাদেশের ম্যাচপ্রতি চার হাঁকানোর গড় বেশি! অস্ট্রেলিয়া প্রতি ম্যাচে গড়ে মেরেছে ২৫টি চার। নয় ম্যাচ খেলে এই সময়ে বাংলাদেশের মোট চারের সংখ্যা ২৪৪ টি। অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে বেশি চার (৩৩০) হাকালেও সেটা এসেছে ১৩ ম্যাচে।

চলতি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৭টি চার মেরেছে তামিম ইকবাল। এর পরই আছেন মুশফিক (৫৩), সৌম্য (৪৩), মাহমুদউল্লাহ (৩৩), সাকিব (২৩) ও সাব্বির (১৯)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top