সকল মেনু

যাদবপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার

unnamed যশোর  প্রতিনিধি: যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধীনস্থ যাদবপুর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন পশ্চিমপাড়া নামক স্থান থেকে গতকাল গভীর রাতে বিজিবি সদস্যরা ১৫৫৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিও জানান গোপন সংবারে ভিত্তিতে সুবেদার গিয়াস উদ্দীনের নের্তৃত্বে একটি টহলদল রাত ২ টার দিকে যাদবপুর সীমান্তে সংলগ্ন পশ্চিমপাড়া নামক স্থানে ফাঁদ পেতে মাদক চোরাকারবারীদেরকে ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা তাদের বহন করা ব্যাগ ও বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ ও বস্তা হতে ১৫৫৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় চোরাচালানের সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আটককৃত মাদকদ্রব্য মহেষপুর থানায় জমা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top