সকল মেনু

সৈয়দপুরে ভুয়া সমবায় সমিতি দিয়ে ঋণদান কর্মসূচি

index মো. আমিরুজ্জামান, নীলফামারী  ২৫ এপ্রিল: নীলফামারীর সৈয়দপুরে ভুয়া সমবায় সমিতি করে ঋণদান কর্মসূচি চালু করেছে কয়েকজন ব্যক্তি। এর ফলে দেনার ভারে দিশেহারা হয়েছে সর্বসাধারণ। এসব ঋণ পরিশোধ করতে গিয়ে ধার দেনা আর চড়া সুদে টাকা নিয়ে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ। জানা যায়, সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন পার্বতীপুর মোড়ে সৈয়দপুর অটোবাইক চালক সমবায় সমিতির নাম দিয়ে সৈয়দপুর হাওয়ালদার পাড়ার মৃত জামিলের ছেলে জাবেদ আলী, শুটকি আড়ত এলাকার মো. উমর আলীর ছেলে রাশেদুল ইসলাম ডিপজল, বেলাইচন্ডী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ইলিয়াস মন্ডল, সৈয়দপুর মুন্সিপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে গোলাম নবী ফজল, হাওয়ালদার পাড়া মহল্লার পুরাতন ব্যাটারি ব্যবসায়ী ইমতিয়াজ হোসেন এই ঋণদান কর্মসূচি পরিচালনা করছে। ওই ব্যক্তিরা পার্বতীপুর মোড়ে মোল্লা এন্টারপ্রাইজ দোকানকে অস্থায়ী কার্যালয় বানিয়ে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এই ঋণদান কর্মসূচি। সমবায় থেকে কোন রকম রেজিস্ট্রেশন না নিয়ে তারা সমবায় সমিতি ব্যবহার করছে। অথচ রেজিস্ট্রেশন ছাড়া কেউ সমবায় কথা ব্যবহার করতে পারবে না। করলে সমবায় আইনের তাদের জেল জরিমানা হবে। কিন্ত ওই ব্যক্তিরা প্রশাসন ও সমবায় অধিদপ্তরকে ফাঁকি দিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা ঋণ দিচ্ছে। আর বিনিময়ে তাদের কাছে চড়া সুদ নিয়ে প্রতিদিন কিস্তি হিসেবে আদায় করছে। আর টাকা দেওয়ার সময় ওইসব ঋণ গ্রহিতার কাছ থেকে নেওয়া হচ্ছে ব্লাঙ্ক চেক ও ৩০০ টাকার ব্লাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর। সময়মত পরিশোধ করতে দেরি হলে তাদের দেওয়া হয় হুমকি ও মামলার ভয়। ফলে এসব ঋণ গ্রহিতারা বাধ্য হয়ে সাংসারিক জিনিসপত্র বিক্রি করে ও চড়া সুদে টাকা নিয়ে পরিশোধ করছে এসব ঋণ। এসব ঋণ দেওয়া হচ্ছে বাছাই করে সহজ সরল রিক্সা, ভ্যান চালক, অটো চালক, নি¤œ শ্রেনীর ব্যবসায়ী ও দিনমজুরকে। তাছাড়া তারা ঝামেলা এড়াতে এসব লোকদের ঋণ দিয়ে থাকে। ঋণ গ্রহিতা আবু মিস্ত্রী, মানিক চন্দ্র, বুদারু, আনিছুর রহমান সাদ্দাম, আব্দুল মান্নান ও মনু মিস্ত্রীর সাথে কথা হলে তাদের কাছ থেকে এ তথ্য পাওয়া যায়। তবে তারা জানায়, বেকায়দায় পড়ে এসব ঋণ গ্রহণ করেছেন। এখন পরিশোধ করতে তারা হিমশিম খাচ্ছেন। অনেকে ঋণ পরিশোধ করতে গিয়ে পরিবারের সর্বস্ব নষ্ট করেছে। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা সমবায় কর্মকর্তা মশিয়ার রহমান জানান, সমবায়ের নাম ভাঙ্গিয়ে কেউ এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থ’া নেওয়া হবে। সচেতন মহলের দাবি এসব ঋণদান কর্মসূচি বাতিল করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনসহ সমবায় অধিদপ্তরকে অনুরোধ জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top