সকল মেনু

কৃষক প্রশিক্ষন ও মাঠ দিবস অনুষ্ঠিত

 unnamed গৌরাঙ্গ লাল দাস,গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্রি ধান ৬৩ (সরু বালাম) এবং ব্রি ধান ৫৮-এর বৈশিষ্ট ও উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট-এর ভাঙ্গা আঞ্চলিক কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট-এর মহা পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ব্রি-র পরিচালক (প্রশাসন ও সাধারন পরিচর্যা) ড.মোঃ শাহজাহান কবীর, পরিচালক (গবেষনা) ড.মোঃ আনছার আলী,গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক অতুল কৃষ্ণ মল্লিক উপস্থিত ছিলেন। পিজিবি প্রকল্পের পরিচালক ড. মোঃ আব্দুল জলিল মৃধা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রি-গাজিপুর-এর উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান তমাল লতা ইদিত্য, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসার  ড. এ এম মনিরুজ্জামান প্রমূখ। বক্তারা ব্রি ধান ৬৩ এবং ব্রি ধান ৫৮-এর উল্লেখযোগ্য বৈশিষ্টাবলী, চাষাবাদ কলাকৌশল সম্পর্কে উপস্থিত কৃষকদের কাছে তুলে ধরেন।অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট-এর মহা পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস বলেন, ব্রি উদ্ভাবিত বোরো মৌসুমে চাষাবাদযোগ্য ব্রি ধান ৬৩ এবং ব্রি ধান ৫৮ জাত দুটি অচিরেই সারা দেশের কৃষকদের নিকট তার অধিক ফলন শীলতা ও চালের বৈশিষ্টের জন্য জনপ্রীয় ও সমাদৃত হয়ে উঠবে এবং কৃষকরা এ জাতের ধান চাষাবাদ করে অধিক লাভবান হবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top