সকল মেনু

আগামীকাল থেকে যশোরে শুরু হচ্ছে খুলনা বিভাগীয় বইমেলা

unnamed যশোর প্রতিনিধি: আগামীকাল শনিবার থেকে যশোরে শুরু হচ্ছে খুলনা বিভাগীয় বইমেলা। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় যশোর জেলা প্রশাসন আয়োজন করেছে বই মেলা। এ উপলক্ষে আজ শুক্রবার দুপুরে যশোর ইন্সটিটিউটে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের।সংবাদ সম্মেলনে সাংস্কুতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান জানান, খুলনা বিভাগীয় এ বইমেলা ১২দিন চলবে টাউন হল মাঠে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। মেলায় ৬৮টি স্টল অংশ নিবে। এরমধ্যে ৭টি সরকারি ও ৬১টি বেসরকারি স্টল থাকবে।তিনি আরও জানান, শনিবার বিকাল ৩টায় বই মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর, যশোর ইন্সটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top