সকল মেনু

চাতলাপুর সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক

unnamed এম শাহজাহান আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের চাতলাপুর চা বাগান বাংলোতে বাংলাদেশ-ভারত সেক্টর কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি মৌলভীবাজার শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তারিকুল ইসলাম খান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ পানিসাগর সেক্টরের ডিআইজি শ্রী ডি কে শর্মা ও তেলিমোড়া সেক্টরের ডিআইজি শ্রী রাজিব সিনহা। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে মনু, ধলই ও খুয়াই নদীর তীর সংরক্ষণমূলক কাজ ত্বরান্নিত করা সহ বাংলাদেশের অভ্যন্তরে ফেনসিডিল, গাঁজাসমূহ এবং অন্যান্য মাদকদ্রব্য পাচার রোধে কঠোর নজরদারী বাড়ানোর জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়। উভয় পক্ষ সীমান্ত রেখায় শান্তিপূর্ণ রাখার লক্ষে বিজিবি ও বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের নিয়মত পতাকা বৈঠক এবং বিভিন্ন পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানের ব্যাপারে একমত পোষন করেন। তারা আশা করের উক্ত পতাকা বৈঠক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top