সকল মেনু

যশোর সরকারি সিটি কলেজে ব্যাপক বোমা বাজি ও গোলাগুলি

index যশোর প্রতিনিধি:  আজ দুপুরে যশোর সরকারি সিটি কলেজে ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে ব্যাপক বোমাবাজি  ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সাধারন ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সাধারন ছাত্র ছাত্রীদের অভিযোগ কলেজ ক্যাম্পাসের বাইরের ঘটনা নিয়ে আজ দুপুরে ছাত্রলীগ কলেজ শাখার সাধারন সম্পাদক মহিউদ্দিন রিমনের নেতৃত্বে বিল্লাল ,ইব্রাহিম সহ ১৫ থেকে ২০ জনের সশস্ত্র সন্ত্রাসীরা বোমা ফাটাতে ফাটাতে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এক পর্যায়ে তারা কলেজ শাখার সভাপতি ইকবাল হোসেনকে গুলি করে। কিন্তু সন্ত্রাসীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ইকবাল বেচে যান। পরে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সাধারন ছাত্রছাত্রীরা কলেজ  ক্যাম্পাস ত্যাগ করে। এ ঘটনার পর সাধারন ছাত্ররা হোস্টেল ছেড়েছে বলে জানা গেছে।এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বোমা বাজির ঘটনা শুনেছি। তবে কারা ঘটিয়েছে সে ব্যাপারে কিছু জানি না। উল্লেখ্য কলেজে যখন এই বোমা বাজির ঘটনা ঘটছে তখন কলেজের অধ্যক্ষ কলেজে তার রুমেই অবস্থান করছিলেন বলে ছাত্র ছাত্রীরা। কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে কেউ কোন অভিযোগ না করায় এখনও কোন মামলা হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top