সকল মেনু

সৈয়দপুরে গাছে সাদা সাদা পোকার আক্রমনে চিন্তিত চাষিরা

 unnamedমো. আমিরুজ্জামান, নীলফামারী  ২৩ এপ্রিল: নীলফামারীর সৈয়দপুরের শহর ও গ্রাম এলাকায় বিভিন্ন গাছে সাদা সাদা পোকার আক্রমন দেখা দিয়েছে। কীটনাশক স্প্রে করেও ফলোদয় না হওয়ায় কৃষি বিভাগ পানি স্প্রে করার পরামর্শ দিয়েছে। এতে করে সাদা সাদা বা জয়েন্ট মিনিব্যাগ পোকার ওপরের সাদা স্তর খসে পড়ে আপনা থেকেই মৃত্যুবরণ করে। গেল বছর উপজেলার বিভিন্ন স্থানে গাছে গাছে এই জয়েন্ট মিনিব্যাগ আক্রমন দেখা দেওয়ায় কৃষকরা চিন্তিত হয়ে পড়েন। এই পোকাগুলো  উপরের স্তরে সাদা ধবধবে তুলার মতো অবরণে ঢাকা থাকে। এরা মুলত গাছের ছাল ও ফলের রস খেয়ে থাকে এবং মানুষের শরীরে লাগলে চুলকায় আর কাপড়ে লাগলে সহজে দাগ উঠতে যায়না। দীর্ঘদিন বড় ধরণের কোন বৃষ্টিপাত না হওয়ায় এবারও উপজেলার বিভিন্ন স্থানে গাছে এই পোকার দেখা দিয়েছে। শহরের আজিমউদ্দিন হোটেলের পেছনে রেজা সাইকেল গ্যারেজে আমগাছে ব্যাপকহারে এই পোকার আক্রমন দেখা দিয়েছে। কয়েকবার কীটনাশক স্প্রে করেও পোকার আক্রমন থেকে রক্ষা পাচ্ছেন না গাছের মালিক। স্থানীয় কৃষি বিভাগ এই পোকা দমনে পানি স্প্রে করার পরামর্শ দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top