সকল মেনু

গুজবে কান না দেওয়ার আহবান রংপুর সিটি মেয়রের

 rangpur photo...29.09.14_6663রংপুর অফিস: রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ২৬ হাজার ১৬০ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, সচিব ফজলুল করিম, মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন, স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাইয়ুম প্রমুখ।  মেয়র আরো জানান, শনিবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিয়ে কোন ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সিটি বাসির প্রতি আহবান জানানো হয়েছে। তিনি বলেন, একটি চক্র এর আগে মানুষের মাঝে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিয়ে নানা ধরনের গুজব ছড়িযেছিল। এবারও যাবে সে ধরনের গুজব ছড়াতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকবে হবে। ঝন্টু জানান, সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৮৩টি কেন্দ্রের মাধ্যমে ৩৪ জন প্রথম সারির ও দ্বিতীয় সারির ১০ জন সুপার ভাইজার এবং ৮৪৯ জন স্বেচ্ছাসেবির মাধ্যমে সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top