সকল মেনু

এবার পাকিস্তান বাংলাওয়াশ

bdb1429709328অনলাইন রিপোর্ট : সিরিজ জয়ের পর এবার পাকিস্তানকে বাংলাওয়াশ করল টাইগার বাহিনী। পাকিস্তানের দেয়া ২৫১ রানের টার্গেটে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ৩৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫১ রান করেছে বাংলাদেশ। প্রথমে ওপেনার তামিম ইকবাল ৬৪ রান এরপর মাহমুদুল্লাহ মাত্র ৪ রান করে আউট হন। এদিকে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য সরকার। ১১০ বলে ১২৭ রান করেছেন সৌম।

এর আগে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ২৫১ রানের টার্গেট দেয় পাকিস্তান। বোলারদের তোপের মুখে মাত্র আড়াইশ রানে থেমে যায় পাকিস্তানের শেষ ইনিংস। শুরুতে ভালো খেলে বড় সংগ্রহের দিকে এগুতে থাকলেও ৪০ ওভারের পর পাক দলে বিপর্যয় নেমে আসে। সর্বশেষ ৪৯ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করেছে সফরকারীরা। সাকিব, অধিনায়ক মাশরাফি, পেসার রুবেলও আরাফাত সানি দুটি করে উইকেট পেয়েছেন।

জিম্বাবুয়ের পর পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল টাইগাররা; এবার পাকিস্তানকে হারিয়ে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেল তারা।

গত বছরের শুরুতে একের পর এক ম্যাচ হেরে ক্রিকেটারদের আত্মবিশ্বাস তলানিতে পৌঁছেছিল। বছরের শেষ দিকে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়ায় মাশরাফিরা। এরপর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে নিজেদের নতুন করে চেনায় তারা।

এই সিরিজের আগে ১৬ বছর ধরে পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল শুরু থেকেই। নতুন চেহারার পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকরা নিজেদের ‘ফেভারিট’ দাবি করে আসছিল; প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে তারই প্রমাণ দেয় তারা।

শরীরী ভাষা পাল্টে গেছে ক্রিকেটারদের। বিশ্বকাপে চমৎকার পারফরম্যান্সে ক্রিকেটাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বেশিরভাগ খেলোয়াড় ছন্দে থাকায় যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

পাকিস্তান দল : আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, হারিস সোহাইল, ফাওয়াদ আলম, সামি আসলাম, মোহাম্মদ রিজওয়ান, সাদ ইসলাম, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, উমর গুল ও জুলফিকার বাবর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top