সকল মেনু

কোটচাঁদপুরে বিলুপ্ত হতে চলেছে তালগাছ

unnamed এস,আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বন বিভাগের রক্ষণাবেক্ষণ না থাকায় বিলুপ্ত হতে চলেছে এই অঞ্চলের তালগাছ। অতীত আমলে বাংলা বইয়ে পদ্য আকারে ক্লাসে পড়ানো হতো ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ। অথচ সেই ঐতিহ্যবাহী তালগাছ আজ খাতা-কমলে সীমাবদ্ধ। তালগাছ অনেক লম্বা আকৃতির একটি গাছ। এই গাছ দেখে এক সময় অনেকেই গ্রামের নিশানা ঠিক করে নিতো। এই গাছ প্রাচীন ঐতিহ্যের স্বাক্ষর গ্রহণ করে। শুধু তাই নয় প্রচন্ড ঘুর্ণিঝড় আর জলোচ্ছ্বাস উপেক্ষা করে কঠিন দুঢ়তার সাথে মাথা উচু করে এক পায়ে দাড়িয়ে থাকে এই গাছ। অর্থকরি সম্পদ বাংলাদেশের বনবৃক্ষের মধ্যে এক ঐতিহাসিক চিহ্ন। এই গাছের ফল অনেক সুস্বাদু ও পুষ্টিকর। তাল গাছের কাঠ শহর ও গ্রামের ঘরবাড়ি নির্মাণে কাজে লাগে। এর পাতা দ্বারা তৈরি পাখার বাতাস শরীরের ক্লান্তি দুর করে। বর্ষাকালে বিলে ডোঙ্গা করে মাছ ধরাসহ পারাপারের কাজে এ গাছের জুড়ি নেই। ঘরের জানালার রডের পরিবর্তে তালগাছের ব্যবহারসহ গ্রাম বাংলার হাল চাষের কাজেও ব্যবহার হয়। এর রস থেকে গুড় তৈরি করে নানা ধরনের মুখরোচক খাবার পরিবেশন করা হয়। তালের তৈরি খাবার যথেষ্ট পুষ্টিকর। প্রতি মৌসুমে এখান থেকে সারাদেশের হাটবাজারে কাচা ও পাকা তাল ৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, মালওয়েশিয়ায় তাল দিয়ে ব্যাটকারেটিন ক্যাপসুল তৈরি হয়ে থাকে। যা পুষ্টিহীনতা রোধে বিশেষ উপকারী। অথচ, এই গাছটি রক্ষণাবেক্ষণে বন বিভাগের কোন পদক্ষেপ না থাকায় বিলীন হতে চলেছে এ অঞ্চলের তালগাছ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top