সকল মেনু

সাভারে গুলি-বোমা ফাটিয়ে ব্যাংক ডাকাতি, নিহত ৬

untitled_88সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকের একটি শাখায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলি ও বোমা হামলায় ৫ জন নিহত হন। পালানোর সময় জনতার গণধোলাইয়ে এক ডাকাতও নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ব্যাংকের ব্যবস্থাপক ওয়ালি উল্লাহ (৪৫), গ্রাহক পলাশ (৪৮), নিরাপত্তাকর্মী বদরুল ইসলাম (৩৮), মার্কেটের দোকানদার জিল্লুর রহমান (৪০) ও ঝাল মুড়ি বিক্রেতা মনির হোসেন (৫৫)। গণপিটুনিতে নিহত ডাকাতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

মরদেহগুলো সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই হাসপাতালে আহত ১১ জনকে ভর্তি করা হয়েছে।

ব্যাংক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত ব্যাংকের ভেতর ঢুকে শক্তিশালী বিস্ফোরণ ঘটায় এবং গুলি ছোড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ছাড়া ঘটনাস্থল থেকে শক্তিশালী পাঁচটি বোমা, ৬ লাখ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top