সকল মেনু

যশোর শেষ হলো দুই দিন ব্যাপী লোক সংস্কৃতি উৎসব

unnamed যশোর প্রতিনিধি: বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে দুই দিন ব্যাপী লোক সংস্কৃতি উৎসব শেষ হয়েছে। উদীচী যশোর জেলা শাখা এই লোক সংস্কৃতি উৎসবের আয়োজন করেছিল। এই উৎসবে ভারতের লোক শিল্পী সঙ্গিতা রায়, ছাড়াও ফরিদপুরের ভগিরথ মালো, নড়াইলের বিজন রায়, কুষ্ঠিয়ার খাইরুল বাসার সহ সারা দেশ থেকে প্রায় অর্ধশত লোক শিল্পী এই লোক সংস্কৃতি উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন। বিকালে সংক্ষিপ্ত এক আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। শনিবার রাতে সমাপন অনুষ্ঠানে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, উদীচীর কেন্দ্রিয় সংসদের সভাপতি সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top