সকল মেনু

মে দিবসে ছুটির দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

kzfmnd_277অনলাইন ডেস্ক : মহান মে দিবসে স্ব-বেতনে ছুটি দেওয়ার  দাবি জানিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হোটেল ও মিষ্টি বেকারি শ্রমিকরা।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ দেখান তারা। রাজধানীর বিভিন্ন এলাকার হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকরা এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে হবে। এ সেক্টরের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকাসহ ৬০ ভাগ বাড়ি ভাড়া ও এক হাজার টাকা করে চিকিৎসা ও যাতায়াত ভাতা ধরে সর্বমোট ১৮ হাজার টাকা মজুরি দেওয়ার দাবি জানান তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top