সকল মেনু

ম্যালিউডের বাড়িটি বর্তমানে পাইলট মাধ্যমিক বিদ্যালয়

unnamed এস,আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের ঐতিহবাহী কোটচাঁদপুরের বহু পুরার্কীতি কালের অতল গর্ভে তলিয়ে গেলেও ম্যাকলিউডের বাড়িটি স্মৃতি হিসাবে এখনও দাড়িয়ে আছে। ১৭০ বছরের প্রাচীন বাড়িটির বর্তমান পরিচয় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় যা সংস্কারের অভাবে যে কোন সময় ভেঙে পড়ে ঘটাতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জানা যায়, ব্রেক নামে এক ইউরোপিয়ান অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ভারতের বর্ধমান জেলার ধেবা নামক স্থানে একটি চিনিকল স্থাপন করেন। কয়েক বছর পর তিনি কোটচাঁদপুরে আরও একটি চিনিকল স্থাপন করেন। কিন্তু ব্যবসা ভালো না চলায় ১৮৪২ সালে চিনিকলটি নিউ হাউজের কাছে বিক্রি করে দেন। ১৯২০ সালের দিকে নদীয়া ও বর্ধমান থেকে কিছু ময়রা এসে কোটচাঁদপুর শহর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তারা উৎকৃষ্ঠমানের মিষ্টি তৈরিতে ছিলেন পারদর্শী। মিষ্টি তৈরিতে প্রচুর চিনি ব্যবহারের ফলে কোটচাঁদপুরে চিনিশিল্পের প্রসার ঘটে। ১৯৯০ সাল পর্যন্ত কোটচাঁদপুরে চিনিশিল্পের ব্যবসা ছিল রমরমা। এসব এলাকায় প্রায় ৫শ’টির মতো ছোট বড় কারখানা গড়ে উঠেছিল। ওই সময় চিনিশিল্পের প্রধান কাঁচামাল ছিল খেঁজুরগুড়। কোটচাঁদপুর ছিল খেঁজুরগুড়ের জন্য প্রসিদ্ধ। কিন্তু খেঁজুরগুড়ের চিনি উৎকৃষ্ঠমানের না হওয়ায় এসব শিল্প দীর্ঘদিন স্থায়ী হতে পারেনি। পরবর্তী সময়ে আখ থেকে চিনি উৎপাদনের ফলে এই কারখানা চিরতরে বিলুপ্ত হয়। এক সময় গুড়ের কারখানা ক্রমেই হারিয়ে যায়। জানা যায়, নিউ হাউসের মালিক ম্যাকলিউড কোটচাঁদপুরে একটি বিশাল বাড়ি নির্মাণ করে স্থানীয়ভাবে বসবাস করতে থাকেন। তার একমাত্র মেয়ে সারা ম্যাকলিউড সব সম্পত্তির মালিক হন। সিনোলার ম্যাকলিউডের সাথে সারার বিয়ে হয়। ম্যাকলিউড ছিলেন স্টকল্যান্ডের অধিবাসী। তিনি চৌগাছার গ্রাওস্টোন অ্যান্ড কোম্পানীর দ্বিতীয় ম্যানেজার ছিলেন। কোটচাঁদপুর শহরের উন্নতিতে তার যথেষ্ট অবদান ছিল। ম্যাকলিউডের ছিল তিন ছেলে। এডওয়ার্ড জি ম্যাকলিউড, জে মস ম্যাকলিউড ও হ্যারন্ড সি ম্যাকলিউড। জি ম্যাকলিউড ছিলেন ব্যারিস্টার। তিনি কোটচাঁদপুর এলাকায় একজন ধনী ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন এবং পৌরসভার প্রথম বেসরকারি চেয়ারম্যান মনোনিত (১৮৯২-১৯০৪) হন। পরবর্তী সময়ে তার ভাই হ্যারল্ড সি ম্যাকলিউড (১৯০৪-১৯০৮) সন পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান মনোনিত হন। কোটচাঁদপুর পৌরসভার উন্নয়নে ম্যাকলিউড পরিবারের যথেষ্ট অবদান রয়েছে। বর্তমানে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ম্যাকলিউড পরিবারের ৩টি কবর রয়েছে। কবরগুলো শ্বেত পাথর দিয়ে ঘেরা। কোটচাঁদপুরে এখন ম্যাকলিউড হাইস্কুল ও কবরগুলো ছাড়া আর কিছুই নেই। ম্যাকলিউডের বাড়িটি তৎকালীন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হলেও বর্তমানে বিদ্যালয়ের ভবনের ছাদে ধরেছে ফাটল। এ অবস্থা চলতে থাকলে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শিক্ষার্থী ও শিক্ষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top