সকল মেনু

জাফরউল্লাহর পথসভায় গুলি, ওসিসহ আহত ৬

faridpur-jafoullah-news-18-জেলার ভাঙ্গায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর পথসভায় গুলির ঘটনা ঘটেছে। এতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামসহ আহত হয়েছেন ছয়জন।
আহত অন্যরা হলেন— ইমারত হোসেন, ফরহাদ মাতুব্বর, শাহজাহান মোল্লা, জমির মাতুব্বর ও শাহেদ আলী।

ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের মুন্সীবাড়ি কুমপাড় বাজার এলাকায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী কাউলীবেড়ার সাবেক ইউপি চেয়ারম্যান রওশন কবীর জানান, কাজী জাফরউল্লাহ একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাওয়ার সময় একটি পথসভায় অংশ নেন। এ সময় তার সঙ্গে থাকা নেতাদের সঙ্গে গ্রামবাসীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা শটগানের গুলি ছুড়েন। এতে ভাঙ্গা থানার ওসিসহ সাতজন আহত হন।

ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানান, পথসভা চলার সময় অসাবধানতাবশত শটগানের গুলি বের হলে এ দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top